deshbangla71news.com
চট্টগ্রাম

লোডশেডিংয়ে নাকাল চট্টগ্রামবাসী


মুহাম্মদ আবু আদিল,বিশেষ প্রতিনিধিঃ গরম আসতে না আসতেই লোডশেডিংয়ে নাকাল চট্টগ্রাম নগরবাসী।
বিদ্যুৎ বিভ্রাট যেন একটি অভিশাপ । বন্দর নগরী চট্টগ্রামে বন্দর কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক কলকারখানা।
বিদ্যুৎ না থাকলে বিভিন্ন কারখানার কাজ বন্ধ হয়ে যায়। অনেক আগ থেকেই চলছে এই সমস্যা ।প্রতিদিনই যেন বেড়েই চলেছে এই সমস্যা।

বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার কারণে থেমে থাকে চট্টগ্রাম নগরীর মানুষের জীবন।
বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান সবচেয়ে বেশি। সে পোশাক শিল্পের বড় বড় কারখানাগুলো চট্টগ্রামে অবস্থিত। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে থেমে থাকে এসব পোশাক শিল্পের কাজ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উপচেপড়া ভিড় থাকে ফটোকপির দোকান গুলোতে। বড় বড় কনস্ট্রাকশনের কাজ গুলো অধিকাংশই বিদ্যুৎ নির্ভর কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের কাজের ব্যাঘাত ঘটছে। এছাড়া বাসাবাড়িতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একেবারেই থেমে থাকে জনজীবন।

তবে আশার কথা হলো এই বাংলাদেশ এই দিকে সুনজর পড়েছে। সরকার বিদ্যুৎ উৎপাদনে বড় বিনিয়োগ করছে। অদূর ভবিষ্যতে এই বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্ত ভাবে চট্টগ্রামসহ পুরো বাংলাদেশ।


Related posts

পরীক্ষামূলক সম্প্রচার

deshbangla71news.com

সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে: নাছির

deshbangla71news.com

ইচ্ছাশক্তি ও অদম্য আগ্রহ থাকলে সামাজিক কাজ করা যায়, যার উজ্জ্বল প্রমাণ দূর্বার তারুণ্য

নিজস্ব প্রতিবেদক