বর্ষায় বৃষ্টি কিছু মানুষের জন্য উৎসবমুখর আবহের সৃষ্টি করলেও চট্টগ্রাম নগরীর জন্য বর্ষার বৃষ্টি যেন এক দূর্ভোগের নাম।অল্প বৃষ্টিতেই নগরীর বড় বড় রাস্তা গুলোর মধ্যে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
জলাবদ্ধতার পাশাপাশি রাস্তা ভাঙ্গা তো আছেই এবং এসব ভাঙ্গা রাস্তা গুলোর মধ্যে যানবাহন পরে প্রায়ই দূর্ঘটনায় শিকার হয় মানুষ। জলবদ্ধতার কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানযট।
বন্দর নগরীর অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ে।
নিম্নবিত্ত মানুষের জন্য দূর্ভোগ এর সময় হচ্ছে বর্ষাকাল।খেটে খাওয়া দিনমজুর মানুষেরা কাজ পায়না এই সময়টাতে ঠিকমতো।কর্তৃপক্ষের সদয় দৃষ্টিই পারে জলাবদ্ধতা থেকে চট্টগ্রামবাসীকে মুক্তি দিতে।