ওমর ফারুক মিহানঃ ঢাকায় এসে পৌঁছেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী।সোমবার সকালে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশ্ব-নেতাদের মধ্যে তৃতীয়। বাংলাদেশে নেপালের প্রেসিডেন্টের প্রথম সফর এটি।
বিকেলে নেপালের প্রেসিডেন্ট সম্মানিত অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তাকে সেখানে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।