মুহাম্মদ আবু আদিল,পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই, ছোটবিঘাই, মাদারবুনিয়া ও মরিচবুনিয়া ইউনিয়নের লাখো মানুষের ভোগান্তির যেন শেষ নেই ।
গত কয়েক বছর যাবত সড়কটি খানাখন্দে ব্যবহারের অনুপযোগী হলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়া হলেও এখনও কোনো কাজের আভাস পাওয়া যায়নি!
পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট থেকে বড় বিঘাই এর এই সড়কপথে কয়েকবছর আগে এক গর্ভবতী মা পটুয়াখালী সদর হাসপাতালে যাওয়ার পথে রাস্তার বেহাল অবস্থার কারনে মাত্রাতিরিক্ত ঝাঁকুনিতে অটো রিকশাতেই পথিমধ্যে বাচ্চা প্রসব করে।
সদর উপজেলা হওয়া সত্ত্বেও বড় বিঘাই ইউনিয়নে এ রাস্তা ছাড়াও অধিকাংশ জনসমাগম রাস্তার অবস্থা ও দূর্বিসহ।
দেশ বাংলা ৭১ নিউজ স্থানীয় এক বাসিন্দাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে, সে জানায় রাস্তাটি অনেকদিন থেকেই ব্যবহারর অনুপযোগী।