পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিরহাদ হাকিম। এই জন্য নিয়ম মেনে নিজের পদ থেকে পদত্যাগ করলেন তিনি। প্রথম দফা নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের নির্দেশে পৌর প্রশাসক মন্ত্রলীতে রাজনৈতিক ব্যাক্তিত্বদের রাখা যাবে না নির্বাচন কমিশনের এই নির্দেশিকা জারি হতেই কলকাতার পৌরসভার প্রশাসক পদ থেকে ইস্তেফা দিলেন ফিরহাদ হাকিম। এদিকে কলকাতাসহ রাজ্যের বেশিরভাগ পৌরসভার মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালেই। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারনে স্থগিত হয়ে যায় পৌরসভা নির্বাচন।