এ আর এম আবরার উল হকঃ দিনভর ধরে ঢাকার বিভিন্ন এলাকায় জলেনি চুলা। মধ্যরাতের আগে স্বাভাবিক হবে না এ পরিস্থিতি।
আমিনবাজারে গ্যাস পাইপ এর যে দুর্ঘটনা হয় তার কারণে দিনভর ধরে এই গ্যাসের সমস্যা চলছে।
এলাকাবাসীদের সিলিন্ডার ব্যবহার করে নিজেদের রান্না ,খাওয়া দাওয়া ও বাসার সকল কাজ করতে হচ্ছে।তবে সারাদিন গ্যাস না থাকার কারণেও সন্ধ্যাবেলা একটু গ্যাস পায় বলে অনেক মানুষ বলেন।
সিটি কর্পোরেশন থেকে জানানো হয় সন্ধ্যার মধ্যেই গ্যাস পাইপলাইন ঠিক হয়ে যাবে। তবে তার ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তাই তারা বলেন মধ্যরাত পর্যন্ত এই কাজ চলতে থাকতে পারে।