ওমর ফারুক মিহানঃ বস্তিতে বসবাস কারী একজনের বিরুদ্ধে তার স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।
যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার নাম রুবেল।তিনি কুমিল্লার বাসিন্দা। কিন্তু করাইল বস্তি এলাকায় তার শশুড় বাড়ি।তিনি শশুড় বাড়িতে থাকা অবস্থায় প্রথমে তার স্ত্রীকে ও পরে সন্তানকে হত্যা করেন।
তার স্ত্রীর নাম হাসি আক্তার। এবং সন্তানের নাম নিরব।পারিবারিক কোলাহের জের ধরে এ ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয়।