মুহাম্মদ আবু আদিলঃ পৃথিবীতে অনেক ধরনের প্রতারণা হয়। এটি একটি নতুন প্রতারনা। কয়েকটি জায়গায় ঘটনাটি ঘটেছে। এ প্রতারনার টার্গেট প্রধানত মহিলারা।
দেশ বাংলা ৭১ নিউজের জানা কয়েকটি ঘটনার মধ্যে দুইটা ঘটনা ঘটেছে চট্টগ্রামের হালিশহরে।সংক্ষেপে বলতে গেলে টার্গেটের সাথে এসে প্রথমে কোন বিষয়ে আলোচনা করে, তারপর কোন পাথর জাতীয় কিছু স্পর্শ করায় তাদের শরীরে। তারপর তাকে বলে আপনার বাসায় যান, স্বর্ন বা টাকা যা আছে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা যদি জিজ্ঞাসা করে কি করবেন তার উত্তর ও শিখিয়ে দেওয়া হয়। নিজের হাতে কষ্টের সম্পদ দিয়ে আসার পর তাদের কি অব্স্হা হয় তা আমরা বুঝতে পারবো না।
বিশেষজ্ঞদের মতে, টার্গেটকে হিপনোটাইজ করা হয়।
এই লেখাটা যারা পড়ছেন তারা এই বিষয়টি পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন, তাদের জানান। সতর্ক থাকুন সবাই, আমাদের আশপাশটা প্রতারনায় ছেয়ে গেছে।