deshbangla71news.com
Image default
খেলাধুলা

গ্লাভস খুলে রাখছেন মুশফিকুর রহিম!


মারুপ হাসানঃ নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় দলের একজন সদস্য বলেছেন যে, গতকাল নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারার পরপরই প্রেস কনফারেন্সের আগে টিম ম্যানেজমেন্ট মুশফিকের সাথে আলোচনায় বসেছিলো!

– সেখানে গতকালের ম্যাচের সকল ঘটনা অনলাইনে সরগরম এর নিউজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়!
– তাছাড়া নাসুম আহমেদের ইনসিডেন্ট সংক্রান্ত ছবিও দেখানো হয়েছিল। এরই এক পর্যায়ে ম্যানেজার মুশিকে গ্লাভস খুলে রাখার নির্দেশ দিলে হইচই শুরু হয়!

– তীব্র বাক-বিতন্ডার এক পর্যায়ে নির্বাচক ও ম্যানেজার চাপ দিলে শেষ পর্যন্ত গ্লাভস খুলে রাখার সিদ্ধান্ত মেনে নেন মুশফিকুর রহিম!


Related posts

চিটাগাং ক্লাবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

‘মনে হচ্ছিল জেলখানায় আছি’- মিরাজ

নিজস্ব প্রতিবেদক

বুড়ো যুবরাজের ছক্কার তান্ডবে ভারতীয় লিজেন্ডসদের জয়

নিজস্ব প্রতিবেদক