ওমর ফারুক মিহানঃ বিয়ে করার মাধ্যমে কি কপাল খুলে গেলো নাসিরের?বিয়ের পর প্রথম ম্যাচে দুর্দান্ত সুচনা করেন নাসির।বোলার দের দিনেও শতক হাঁকান নাসির হোসেন।
একটুর জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের স্বাদ পাননি নাসির।
২৫২ বলে চার ছক্কা ও ১১ চারে ১১৫ রান করার পর এই অফ স্পিনিং অলরাউন্ডার ২১ রানে নেন ৪ উইকেট।
৯৩ রান নিয়ে দিন শুরু করা এই মিডল অর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরি থেকে ১ রান দূরে বাঁহাতি স্পিনার নাজমুলকে সুইপ করতে গিয়ে বোল্ড হতে বসেছিলেন।
পরের বলেই ফ্লিক করে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন সেঞ্চুরি। ২১৮ বলে পৌঁছান প্রথম শ্রেণির ক্রিকেটে অষ্টম সেঞ্চুরিতে।