মেহেদী হাসান আসিফঃ চট্টগ্রাম জেলা,সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের, বাংলাবাজারে গত রাত( প্রায়) ১ টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১ টার সময় হঠাৎ আগুনের লীলাশিখা দেখতে পাই বাজারের পাশে থাকা স্থানীয় লোকজন।
স্থানীয় লোকেরা আগুন আগুন করে চিৎকার করে শুরু করে। আশেপাশের সব লোকজন মধ্যরাতে ঘুম থেকে ওঠে যায়।
কিন্তু জনসাধারণ এসে আগুন নিয়ন্ত্রণ করার পূর্বেই ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।যেখান থেকে কোনো প্রকার পন্যদ্রব্য বাহির করার অবস্থা ছিলনা। এই ভয়াবহ অগ্নিকান্ডে দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি হয়।এতে করে মোট ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
হোটেল থেকে এই আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন উক্ত বাজারের নৈশ্যপ্রহরী।
স্থানীয় জনসাধারণ বলে কোথায় ছিল সন্দ্বীপের ফায়ার সার্ভিস?
ক্ষতিগ্রস্ত দোকানদারেরা হচ্ছেন,
১/মাষ্টার মাঝি
২/মোঃ হাসেম(হোটেল)
৩/শাহিন
৪/মোঃ ফারুখ
৫/মোঃ সেলিম।
previous post