ওমর ফারুক মিহানঃ ২৬ মার্চ সন্ধ্যায় লাল সবুজে আলোকিত হয়ে উঠবে বিশ্বের সব চেয়ে বড় চাকা স্থাপনা লন্ডন আই।
বিবিপিআই ফাউন্ডেশনের ট্রাস্টি কাউন্সিলার আব্দাল উল্লাহ বলেন, “লন্ডন আই এর উপরে উঠলে ৪০ কিলোমিটার দূর পর্যন্ত নগরীর দৃশ্য দেখা যায়। এটি লন্ডনে পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থাপনা।”
ফাউন্ডেশনের আরেক ট্রাস্টি আয়েশা কোরেশি জানান, করোনাভাইরাসে ব্রিটিশ বাংলাদেশি যারা মারা গেছেন ওইদিন তাদের স্মরণ করা হবে এ আলোকসজ্জার মাধ্যমে।