deshbangla71news.com
  • Home
  • জাতীয়
  • গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন শিখা কর্মসূচি পালন করে হালিশহর থানা ছাত্রলীগ
জাতীয়

গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন শিখা কর্মসূচি পালন করে হালিশহর থানা ছাত্রলীগ


এ আর তাইমুনঃ ইতিহাসের কালোরাত্রি খ্যাত ২৫শে মার্চ গণহত্যা দিবসে শহীদের স্মরণে থানা ছাত্রলীগের উদ্দ্যোগে মোমবাতি প্রজ্বলন শিখা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগের আহ্বায়ক – আব্দুর রহিম জিসান,
যুগ্ম-আহ্বায়ক – মোহাইমিনুল হক চৌধুরী, মোঃ আবুল কালাম, কায়সার জামিল ইয়ারহান, তৌহিদুল ইসলাম অভি,আবিদ হাসান,হাবিব সাহেদ, সাইফুদ্দিন রিফাত,
সদস্য -শিবলু কুমার নাথ, মিজানুল হক সাজু, এ.কে আরিফ খান,হামিদুর রহমান, রঞ্জু দাশ,আরাফাত জয়, আশিকুর রহমান,আবুল কাশেম,জাহাঙ্গীর হোসেন,রবিন জয়,বাহাদুর চন্দ্র শীল,থানা ছাত্রলীগের সদস্য ও রামপুর ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের রাজিব সহ থানার আওতাধীন ২৪,২৫,২৬,২৭ ও ১১নং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।।


Related posts

যে জায়গায় শুধু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

Kazi MD Sazzad Hasan

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ নভেম্বর

deshbangla71news.com

.

deshbangla71news.com