ওমর ফারুক মিহানঃ বেশ কিছুদিন যাবত দেশে অরাজকতা বিরাজ করছে।যার বলি হচ্ছে সাধারণ মানুষ। দেশের ক্ষমতাধর রা এখন দুই ভাগে বিভক্ত। একদল ভারত পন্থী অপর দল পাকিস্তান পন্থী। তারা একে অপরকে ভারত ও পাকিস্তানের দালাল বলে সম্ভোধন করে।তাহলে একটা প্রশ্ন থেকে যায়,বাঙালী কারা?বাংলাদেশ কি বাঙালীর আছে? নাকি বিদেশী পরাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত?
বাংলাদেশ উচ্চারণ করতে গেলে যাকে সবার আগে স্মরণ করতে হয় তিনি হলেন বাংলার মানুষের প্রাণ শেখ মুজিবুর রহমান। তিনি কি ভারত পাকিস্তান পন্থী বাংলাদেশ চেয়েছিলেন?আজ তিনি বেঁচে থাকলে হয়তো বলতেন “হে বাঙালী ভাই রা আমার,তোমরা আবার ঐক্যবদ্ধ হও,দেশকে আবার শত্রু মুক্ত করতে হবে।আমার দেশ ভারত, পাকিস্তানের দালাল দ্বারা শোষিত হচ্ছে। “১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের এনে দিয়েছে স্বাধীনতা।কিন্তু আমাদের অভ্যাসের কারণে আজও আমরা পরাধীন।
previous post