deshbangla71news.com
  • Home
  • অপরাধ
  • ভাংচুর ও অরাজকতার প্রতিবাদে দেবাশীষ পাল দেবু’র বিক্ষোভ মিছিল
অপরাধ

ভাংচুর ও অরাজকতার প্রতিবাদে দেবাশীষ পাল দেবু’র বিক্ষোভ মিছিল


এ আর তাইমুনঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসায় কিছু উগ্রবাদী, বামপন্থী সংগঠন কর্তৃক সারাদেশে ভাংচুর হয়। এর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন দেবাশীষ পাল দেবু।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা। এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী চলে এই বিক্ষোভ মিছিল। সমাবেশে দেবাশীষ পাল দেবুসহ অনেকে বক্তব্য রাখেন।

দীর্ঘ এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এর বিরুদ্ধে সবাইকে একত্রিত হওয়ার আহবান জানান।


Related posts

রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছি : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক

পাহাড়ে গাঁজা চাষ কঠোর হাতে দমন করা হবে

নিজস্ব প্রতিবেদক

লকডাউনে শ্রমিকদের মাসিক অনুদান দিতে হবেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক