মোহাম্মদ আবু আদিলঃ
কুমিল্লা চট্টগ্রাম বিভাগের একটি জেলা। কুমিল্লাতে রয়েছে অনেক বিখ্যাত স্থান। কুমিল্লার বিখ্যাত ঐতিহাসিক স্থান হচ্ছে ময়নামতি।যা কুমিল্লাকে বাংলাদেশে পরিচিতি দিয়েছে। রাজা মানিক চন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির নামানুসারে এর নামকরণ করা হয়।
কুমিল্লায় আরো রয়েছে,শালবন বিহার, আনন্দ বিহার,ভোজ বিহার, লালমাই পাহাড়, কুটিলা মুড়া,ইটাখোলা মুড়া,রূপবান মুড়া, চারপত্র মুড়া,রানির বাংলো ইত্যাদি।
এগুলো সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। এখানে বৌদ্ধ সভ্যতার নিদর্শন রয়েছে।
এই বিখ্যাত স্থান গুলো কুমিল্লাকে শুধু বাংলাদেশই পরিচিত করেনি, পরিচিত করেছে পুরো পৃথিবীতে। যারা ভ্রমণপিপাসু মানুষ আছেন তারা যেতে পারেন কুমিল্লাতে,উপভোগ করতে পারেন অপরূপ এই সৌন্দর্য্য।