মোহাম্মদ আবু আদিলঃ
১৯৮৮ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। এ সময় ঘোষিত ফিলিস্তিন রাষ্ট্র পুরোপুরিভাবে ইসরাইলের নিয়ন্ত্রণে ছিল।
আলজেরিয়া স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয়। অধিকাংশ মুসলিম দেশসহ বাংলাদেশের নীতি প্যালেস্টাইনের পক্ষে।
১৯৯৩সালে ১৩সেপ্টেম্বর স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ইসরাইল ওPLO পরস্পরকে স্বীকৃতি দেয় কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সম্পর্কে ইসরাইলের পক্ষ থেকে কোনো স্বীকৃতি মেলেনি।
১৯৯৫ সালে ইসরাইল ও PLO এর মধ্যে গাজা ও পশ্চিম তীর সম্পর্কিত অন্তবর্তীকালিন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে গাঁজা ও পশ্চিম তীরে সীমিত আকারে ফিলিস্তিনি জনগণের স্ব-শাশন প্রতিষ্ঠিত হয়। প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি(PNA) এই অংশে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে এবং রামাল্লা প্রশাসনিক রাজধানী হিসেবে ব্যবহার করে।