মুহাম্মদ আবু আদিলঃ বাংলাদেশ কোস্ট গার্ড এর গল্প গুলো আড়ালেই থেকে যায়। তাদের কর্ম গুলো আমাদের অনেকেরই জানা হয় না।
১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড গঠন করা হয়। এর সদর দপ্তর ঢাকা শেরেবাংলা নগরে।বাংলাদেশ কোস্ট গার্ড এর আঞ্চলিক শাখা ৩টি;যথা চট্টগ্রাম-পূর্ব, বাগেরহাট- পশ্চিম ও ভোলা -দক্ষিণ।
বাংলাদেশ কোস্ট গার্ডের কাজ উপকূলের নিরাপত্তা ও নৌযানগুলোকে জলদস্যুদের হামলা থেকে রক্ষা করা। তারা আরো করে, বাংলাদেশ সরকার যখন ইলিশের প্রজনন মৌসুম ঘোষণা করে, তখন অসাধু জেলেদের হাত থেকে মা ইলিশকে রক্ষা করে কোস্টগার্ডরা, তাদের জীবন বাজি রেখে।