ওমর ফারুক মিহানঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপিকে কোন অডিটরিয়াম ব্যবহার করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে হেলাল খান।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
জাতীয় ও বিএনপির দলীয় সংগীতের পর এ অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক হেলাল খান বলেন, “৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। অন্যায়-অবিচারে অতিষ্ঠ মানুষ।”