এ আর এম আবরার উল হকঃ
চট্টগ্রামের রাউজানে সিএনজি অটোরিকশায় নিহত 4 যাত্রী। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। গতকাল ভোররাতে চট্টগ্রাম রাউজান এলাকায় একটি বালুভর্তি ট্রাক সিএনজি ও অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের সাথে সাথেই মৃত্যু হয় চারজনের। যারা মারা গেছে তাদের স্বজনদের রাত প্রায় সাড়ে তিনটার দিকে ডেকে আনা হয়। পথচারীদের থেকে প্রশ্ন করে জানা যায় চট্টগ্রামের এই রজন এলাকায় গত এক সপ্তাহ 10 দিন এর মধ্যে প্রায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা হয়।
পথচারীরা বলেন ট্রাকচালকেরা না ঘুমানোর কারণে তার পাশাপাশি মাদকাসক্ত হওয়ার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার দেখা যাচ্ছে। নাজমুল, সিরাজ নামের দুইজন লোক এবং রজন এলাকারই দুইজন ব্যবসায়ী এই ঘটনায় মারা যায়। এলাকার মানুষজন রাত তিনটার দিকে সেখানে যায় ও লাশগুলো উদ্ধার করে।