মুহাম্মদ আবু আদিলঃ বিশ্বে প্রথম ইসলামী ব্যাংক চালু হয় মিশরে,১৯৬৩ সালে। বিশ্বের প্রথম ইসলামী শরীআহ্ মোতাবেক পরিচালিত ব্যাংক হল মিট গামার ব্যাংক।এটি প্রতিষ্ঠিত হয় ড. আহমেদ আল নাজ্জার উদ্যোগে।
লাভ-লোকসান উভয়ই ইসলামিক মূলধনের প্রাপ্য। আল ওয়াহিদা পদ্ধতিতে ব্যাংকের সম্পদের মালিক আমানতদার। ইসলামী ব্যাংকে অংশীদারিত্বের ভিত্তিতে যে কারবার করে তাকে বলে মুশারাকা পদ্ধতি।
উপমহাদেশের প্রথম ইসলামী ব্যাংক হল হাবিব ব্যাংক লিমিটেড। এটি ১৯৪১ সালে মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এ ব্যাংক কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালের ৯ জুলাই।