deshbangla71news.com
  • Home
  • করোনা
  • করোনায় আরো ৫০ জনের মৃত্যু, একদিনেই রেকর্ড ৬৮৩০ জন শনাক্ত
করোনা

করোনায় আরো ৫০ জনের মৃত্যু, একদিনেই রেকর্ড ৬৮৩০ জন শনাক্ত


সাকিফুল ইসলামঃ করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৮৩০ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

বন্দরনগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৮৭ জন; নতুন শনাক্তদের মধ্যে ২৬৭ জন নগরের ও ২০ জন উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৪০ হাজার ২৮৩ জনের মধ্যে ৩২
হাজার ৬২ জন নগরের ও ৮ হাজার ২২১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৭৯ জন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেছেন ২ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৮ জন; এর মধ্যে ২৮৫ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২ এপ্রিল) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১ লাখ ৫৭ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৩৯ হাজার ৯৮৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ১৫১ জন।


Related posts

করোনার টিকা নিলেন ববিতা!

Kazi MD Sazzad Hasan

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৮৬, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে করোনা ভাইরাস রোধকল্পে জেলা প্রশাসকের শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক