deshbangla71news.com
  • Home
  • করোনা
  • করোনার চেয়েও ভয়ঙ্কর বিএনপি: কাদের
করোনা

করোনার চেয়েও ভয়ঙ্কর বিএনপি: কাদের


সাকিফুল ইসলামঃ বিএনপি করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩ এপ্রিল শনিবার সকালে সরকারি বাসভবনে প্রেস বিফ্রিংকালে এ কথা বলেন তিনি।

করোনা মহামারিতে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচার করছে। এগুলোই করোনাকালে বিএনপির সফলতা বলে মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি সরকারের কোনো উদ্যোগ চোখে দেখেন না তিনি।

কাদের বলেন, “একবার লকডাউন নিয়ে অপপ্রচার, আবার করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার, কখনো কখনো সরকারের ব্যর্থতা খোঁজা। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধও তারা হারিয়ে ফেলেছে।
জনগণের সম্পদ বিনষ্ট আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এবং তার সহযোগীরা যে তাণ্ডব লীলা চালিয়েছে তার জন্য বিএনপিকেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”

তিনি বলেন, আন্দোলনের নামে জনগণের ওপর প্রতিশোধ নেওয়াই এখন বিএনপির কৌশল।


Related posts

ভাড়া বাড়লো গণপরিবহনের

নিজস্ব প্রতিবেদক

করোনায় আরো ২৫ জনের মৃত্যু, চট্টগ্রামে শনাক্ত ২৬৯ জন

Kazi MD Sazzad Hasan

‘দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকলেও আগের মতো ‘লকডাউনের’ কোনো সিদ্ধান্ত এখনও হয়নিঃজাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক