deshbangla71news.com
নিজস্ব প্রতিবেদক

বহুমুখী প্রতিভার অধিকারী এক বাঙালি


মুহাম্মদ আবু আদিলঃ

১৭৭৪ বা১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক ঝিনাইদহ জেলার হরিপুর গ্রামে (মতান্তরে ভারোড়া গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) লালন শাহ জন্মগ্রহণ করেন।

তিনি একাধারে আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় এবং বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।

তার কিছু অবিস্মরণীয় গান
খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশী নগর,
আমার ঘর খানায় কে বিরাজ করে,
নানা বরণ গাভীরে ভাই একই বড়ণ দুধ, মিলন হবে কত দিনে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, জাত গেল জাত গেল বলে, আমার ঘরের চাবি পরের হাতে ইত্যাদি।
লালন শাহ ১৮৯০ সালে মৃত্যু বরন করেন।


Related posts

অর্ধশত বছরে ভয়াবহ অপারেশন সার্চলাইট: জাতীয় গণহত্যা দিবস

Kazi MD Sazzad Hasan

রাজ্য বেড়িয়ে কি লাভ হলো

নিজস্ব প্রতিবেদক

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের দুইটি অনবদ্য রেকর্ড

নিজস্ব প্রতিবেদক