deshbangla71news.com
বিনোদন

সৃজিতের স্ত্রী এবার নিরবের সাথে!


কাইফ উদ্দিনঃ অভিনেত্রী মিথিলার শোবিজ অঙ্গনে অনেক সুনাম কিংবা পরিচিতি আছে। গত বছরে তাহসান এর সাথে বিচ্ছেদের পর পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা সৃজিত মুখোপাধ্যায় এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফিয়াত রশিদ মিথিলা। এরপর এই জুটি নিয়েই নেট দুনিয়ায় ঝড় উঠে।
পরিবারকে সময় দেয়া কিংবা কাজে ব্যস্ত থাকায় পর্দায় তাকে খুব একটা দেখা যায়নি। তবে ‘অমানুষ’ নামক সিনেমার মধ্য দিয়ে এবারে পর্দায় হাজির হচ্ছেন মিথিলা। আর সেখানে নিরবের সঙ্গে দেখা যাবে তাকে।

মার্চ মাস থেকে ‘অমানুষ’ এর শুটিং শুরু হওয়ার কথা। সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন। আর আয়েশার নুসরাত প্রোডাকশান এই সিনেমা পরিচালনা করবে। মিথিলা এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা দিবে।


Related posts

ইসাবেলা কাইফকে সুযোগ দিলো সাল্লু

নিজস্ব প্রতিবেদক

সব ভুলে অবশেষে আপন ঠিকানায় ফিরছেন অ’পু বিশ্বা’স!

Kazi MD Sazzad Hasan

‘রুবাইয়াতের’ ভালোবাসায় ‘বাংলাদেশ বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক