মুহাম্মদ আবু আদিলঃ গতকাল বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় কালবৈশাখী ঝড়। এই ঝড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কিছু এলাকায় এখন ও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া এই ঝড়ের কারনে শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায়।এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এই দিকে কালবৈশাখী ঝড়ের কারনে রাজধানী সহ বিভিন্ন স্থানে ৮ জন এর অধিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়টি সন্ধ্যা ঠিক ৮ টা থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়। এখন পর্যন্ত আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি।