deshbangla71news.com
  • Home
  • আরো
  • কিসের অভাব ছিল তাদের?
আরো

কিসের অভাব ছিল তাদের?


মুহাম্মদ আবু আদিলঃ গত শনিবারে আমেরিকার টেক্সাসের এক শহরের, বাংলাদেশী বংশদূত দুই টিনেজ ভাই ফারহান এবং তানভীর নিজ বাবা, মা, বোন ও দাদী কে প্রথমে গুলি করে হত্যা করে এবং তারপর দুইজনে সুইসাইড করে। তাদের দাদি আমেরিকাতে বেড়াতে এসেছিল বাংলাদেশ থেকে।আগামী মাসে ফিরে যাবার কথা ছিল তার।

ছেলে দুটো ইউনিভার্সিটি অব টেক্সাস অসটিনের ছাত্র ছিল, আমেরিকার সেরা ভার্সিটিগুলোর একটা। বোনটা নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ নিয়ে ব্যাচেলর পড়তেছিল।

তারা বসবাস করত এমন একটি দেশে, যেখানে স্বপ্ন দেখে মানুষ যাওয়ার। আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা।

তাদেরতো মৌলিক চাহিদা সব ছিল। তবে তারা আত্মহত্যা করল কেন? আত্মহত্যা কি মানুষ শুধু না খেতে পাওয়ার জন্য করে,না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা প্রচন্ড ডিপ্রেশনে ছিল।ডিপ্রেশনেই তাদেরকে এই পর্যন্ত নিয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে বাবা-মা সন্তানদের শুধু পড়ালেখা কিংবা খাওয়া-দাওয়ার প্রতি নজর রাখলে হবে না। তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি ও সমান ভাবে নজর রাখতে হবে। কারণ মানসিক স্বাস্থ্য ও এক প্রকার স্বাস্থ্য। বাহ্যিক স্বাস্থ্য খারাপ হলে আমরা বাহির থেকে দেখে বুঝতে পারি। কিন্তু মানসিক স্বাস্থ্য খারাপ হলে আমরা বাহির থেকে দেখে বুঝতে পারি না। ব্যক্তির সাথে মিশলে তবেই আমরা বুঝতে পারি,সে কতটা ভালো আছে।


Related posts

ছবি হাতে হাতিরঝিলে মা, মিললো ১ মাস আগে নিখোঁজ ছেলের মরদেহের সন্ধান

নিজস্ব প্রতিবেদক

চীনা টিকায় আপত্তি শ্রীলঙ্কার!

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘনায় নিহত চাচা-ভাতিজার মরদেহ

নিজস্ব প্রতিবেদক