মুহাম্মদ আবু আদিলঃ রবিবার বিকাল ৫ টার দিকে একটি কার্গো জাহাজের ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়।
ডুবে যাওয়া লঞ্চটির নাম সাবিত আল হাসান। লঞ্চে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল। সাথে সাথে ২০ জনের মত মানুষকে জীবিত উদ্ধার সম্ভব হলেও অতিরিক্ত নদীর স্রোতের কারনে আর কাউকে উদ্ধার সম্ভব হয়নি।
কাল বেলা ১২ টার সময় লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়। কিছু মানুষের লাশ উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন এখনো কয়েকজন। স্বজন হারিয়ে পাগল প্রায় তাদের প্রিয়জনরা।স্বজন হারানো মানুষেরা কার্গো জাহাজের ক্রু এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।