মুহাম্মদ আবু আদিলঃ তসলিমা নাসরিন যার অপরনাম বিতর্ক। নিজ দেশে যার স্হান হয়নি। এখন কলকাতাতে ভারতের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন।
কিন্তু সমালোচনা তার পিছু ছাড়ছে না। সম্প্রতি তিনি সমালোচনায় জড়িয়েছেন মঈন আলিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে।
৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এবার আইপিএলে মঈন আলি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে একটি আ্যালকোহল কোম্পানির লোগো আছে। মঈন আলি আ্যালকোহলের ঐ লোগোসহ জার্সি পড়তে অস্বীকৃতি জানায়।
চেন্নাই সুপার কিংস মঈন আলীর এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং ওই কোম্পানির লোগো ছাড়া জার্সি দেয় মঈন আলীকে।এখানেই ঘটনার শেষ হওয়ার কথা ছিল।
তসলিমা নাসরিন টুইট করেন মঈন আলি যদি ক্রিকেট না খেলত তবে তিনি আইএস এ যোগ দিতেন।যা দেখে চটেছেন মইন আলীর ইংল্যান্ডের সতীর্থরা।জোফ্রা আর্চার বলেছেন, আর ইউ ওকে আই ডোন্ট থিংক ইউ আর ওকে। স্যাম বিলিংস তসলিমা নাসরিনের টুইটার আ্যাকাউন্টকে রির্পোট করতে অনুরোধ করেছেন।
যদিও তসলিমা নাসরিন সবকিছুকে সার্কাজম বলে উড়িয়ে দিতে চেয়েছেন। তবে জোফরা আর্চার তা মেনে নেয়নি।