deshbangla71news.com
তথ্যপ্রযুক্তি

লেনোভোর নতুন গেমিং ফোন


আরিফুল ইসলামঃ সম্প্রতি লেনোভোর নতুন গেমিং ফোনের কয়েকটি ছবি সামাজিক মাধ্যম ওয়েবোতে ফাঁস হয়েছে। ফোনটির ডিজাইন দেখতে অনেকটাই মাইকেল বে এর ট্রান্সফর্মার ও গেমিং পিসি একত্রিত হবার মতো।

ছবিগুলো থেকে জানা যাচ্ছে, ডুয়াল ক্যামেরার সেটাপটি ফোনের মধ্যভাগে অবস্থিত এবং ফোনকে ঠান্ডা করার জন্য মধ্যভাগের অভ্যন্তরে একটি কুলিং-ফ্যান রয়েছে।
যদিও লেনোভো প্রথম কোনো প্রতিষ্ঠান নয় যারা ফোনে কুলিং ফ্যান প্রথম নিয়ে আসছে।
লেনোভোর আগেও ২০১৯ সালে, নুবিয়ার রেড ম্যাজিক-৩ এ ডিভাইসের অভ্যন্তরে একটি কুলিং ফ্যান ছিল। আবার ব্ল্যাক শার্ক ফানকুলার প্রো- হলো একটি বাহ্যিক কুলিং ফ্যান যা গেমাররা তাদের ফোনে সংযুক্ত করে গেম খেলেন। আসুস এরো অ্যাক্টিভ কুলার 5- এটি ‘আরোজি ফোন 5 আলটিমেট’ গেমিং ফোনটি ঠান্ডা করার জন্য ডিজাইন করা একটি বাহ্যিক কুলিং ফ্যান।


Related posts

মোবাইল ফোন রেডিয়েশন ঠিক কতটা ক্ষতিকর? রেডিয়েশন থেকে বাঁচার উপায় কি?

নিজস্ব প্রতিবেদক

নোকিয়া জি সিরিজ

নিজস্ব প্রতিবেদক

মহানবী (স.)’কে কটূক্তি : ফ্রান্সের ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের হামলা

deshbangla71news.com