সামেদ আহমেদ
————————
মাঝে মাঝে মোর অন্তরে বাজে
কার যেন এক ডাক,
স্বরটি যদিও পরিচিত সাজে
তবু চিনতে রয়ে যায় ফাঁক।।
মাঝে মাঝে যেন চোখে ভেসে উঠে
এক স্বপ্নীল পুষ্পকাননের ছবি,
যেথা আমার নাম লেখা থাকে দিগন্তের বুকে
আর আমি-ই সেখানের কবি।।
“ওগো হৃদয় তুমি ডাকছো কারে?
কার সহিত কইতে চাও কথা?”
“আমি আত্মা তোমার যদিও
তুমি চিনলে না আমায় কবুও,
নিজেকে চিনতে তুমি চাইলে না কোনোদিন
তাই আমি ডাকিতেছি তোমায় প্রতিদিন।।”
“ওগো হৃদয় মোরে ডাকছো কি জানিবারে?
স্বপ্নীল রঙে কি দেখাতে চেয়েছো তথা?”
“আপন পরিচয়টুকু জানাটা-ই কাজ
জীবনের লক্ষ তুমি বেছে নাও আজ,
যবে তুমি পুরাপুরি চিনলে আপনাকে
তবে তুমি পেয়ে গেলে কাছে স্রষ্টাকে”।।