আরমান হোসেন আফ্রিদি
কালামুল্লাহ শরীফে রয়েছে শতভাগ সঠিক তথ্য,
মৃত্যু আমাদের জীবনে অদ্ভুত এক সত্য।
বেঁচে থাকাটাই প্রকৃতপক্ষে স্বাভাবিক নয়,
মৃত্যুকে কোনো না কোনোদিন আপন করতে হয়।
মৃত্যুর খবর শুনে সবাই আসবে আমাদের দেখতে,
হাজার কষ্টের ভিড়েও পারবেনা আমাদের রাখতে।
সাড়ে তিন হাত মাটির ঘর হবে আমাদের আপন,
রাখা হবে মাটির ঘরে জড়িয়ে কাফন।
মুনকার-নকীরের প্রশ্নের উত্তর কি দিবো আমরা,
যদিনা পৃথিবিতে করি মৃত্যুর চিন্তা।
মুমীন হলে পার পেয়ে সাবে ঠিক-ই,
কাফের,মুশরিক হলে কি হবে, ভেবে দেখেছো কি?
আল্লাহ’র নির্দেশ আর রাসূলের নির্দেশ মেনেছে যারা,
আখিরাতে পারপেয়ে যাবে তারা।
সময় থাকতে চিন্তা করো মৃত্যুর কথা,
সময় নষ্ট করিওনা হে মুসলমান অযথা।