deshbangla71news.com
  • Home
  • খেলাধুলা
  • এমবাপ্পের জোড়া গোলে বায়ার্নকে ৩-২ গোলে হারাল পিএসজি
খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোলে বায়ার্নকে ৩-২ গোলে হারাল পিএসজি


সাকিফুল ইসলামঃ উয়েফা চ্যাম্পিয়নস্ লীগের কোয়াটার ফাইনালের ১ম লেগে মিউনিচের মাঠে মুখোমুখি হয়েছিল গত চ্যাম্পিয়ানস্ লীগের দুই ফাইনালিস্ট বায়ার্ন মিউনিচ এবং প্যারিস সেন্ট জারমেইন।

গত বছরের ফাইনালে হারার আক্ষেপ রয়ে গেছিল পিএসজির। তারই ধারাবাহিকতায় এবার প্রতিশোধ নিলো পিএসজি।

৩-২ ব্যবধানে জিতে নেয় প্রথম লেগ। ম্যাচের শুরুতে ২ মিনিটের মাথায় নেইমারের পাসে গোল করেন কেলিয়ান এমবাপ্পে।২৭ মিনিটের মাথায় পিএসজির হয়ে আবারো গোল করেন অধিনায়ক মার্কুইনহোস।

এরপর ঘুরে দাঁড়ায় গত ইউসিএলের চ্যাম্পিয়ন বায়ার্ন। ৩৬তম মিনিটে বায়ার্নের হয়ে প্রথম গোল করেন চুপোমোটিং। প্রথমআর্ধে ২-১ গোলে এগিয়ে ছিল পিএসজি।

৫৯ মিনিটে কিমিচের ফ্রিকিক থেকে হেড দিয়ে গোল করেন থমাস মুলার। এরপর ৬৭ মিনিটে বায়ার্নের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করেন কেলিয়ান এমবাপ্পে। সেই সাথে ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় পিএসজি।

আগামী ১৪ এপ্রিল চ্যাম্পিয়নস্ লীগের কোয়াটার ফাইনালের ২য় লেগে মুখোমুখি হবে পিএসজি এবং বায়ার্ন মিউনিচ।


Related posts

চিটাগাং ক্লাবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বুড়ো যুবরাজের ছক্কার তান্ডবে ভারতীয় লিজেন্ডসদের জয়

নিজস্ব প্রতিবেদক

মোহামেডানের সভাপতি হতে যাচ্ছেন সাবেক সেনাপ্রধান আব্দুল মুবীন

নিজস্ব প্রতিবেদক