সাকিফুল ইসলামঃ উয়েফা চ্যাম্পিয়নস্ লীগের কোয়াটার ফাইনালের ১ম লেগে পোর্তর মুখোমুখি হয়েছিল চেলসি।
ম্যাচের ৩১ মিনিটের মাথায় চেলসির হয়ে ১ম গোল করেন মন্ট। প্রথম হাফে ১-০ গোলে এগিয়ে থাকে চেলসি। দ্বিতীয় হাফে আবারও গোলের দেখা পাই চেলসি। শেষ মুহূর্তে ৮৪ মিনিটে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেন চিলওয়েল। সেই সাথে ২-০ ব্যবধানে ১ম লেগ জিতে সেমিনালের পথে এগিয়ে যায় চেলসি।
আগামী ১৪ এপ্রিল কোয়াটার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পোর্ত এবং চেলসি।