ওমর ফারুক মিহানঃ এবার মতিঝিল থানায় মামলা করাহয় রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে। আদনান শান্ত নামের এক ব্যক্তি এই মামলাটি দ্বায়ের করেন।মামলাটি করাহয় বৃহস্পতিবার সন্ধ্যায়।
“রফিকুল ইসলাম মাদানী বিভিন্ন সময় সরকার, দেশবিরোধী বক্তব্য দিয়ে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেশ ও জনগণের জন্য হুমকি সৃষ্টি করেছে এমন অভিযোগ করেছেন বাদী।”
গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়।
ওই মামলায় তাকে বৃহস্পতিবার গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তার বয়স ২৫ হলেও আকার আকৃতির কারনে তাকে শিশু বক্তা বলে চিনেন সবাই।