deshbangla71news.com
  • Home
  • কবিতা
  • রেজা খসরু’র “অযাচিত আলাপন” কবিতা
কবিতা

রেজা খসরু’র “অযাচিত আলাপন” কবিতা


রেজা খসরু
এই, কি করছো তুমি?
স্বপ্ন দেখছো বুঝি?
-ঘুম ভেঙ্গে জেগে আছি
স্বপ্নের উপাদান খুঁজি।

তুমি কি সে’ই হবে সুহাসিনী নিরা?
উপশমিতে পারো অন্তরের পীড়া?

এই, কি হলো তোমার?
কিছু বলছো আপন মনে?
– না প্রেয়সী, সজাগ আছি।
আলাপ করি মেঘের সনে।

ওই দেখো মেঘে মেঘে স্বপ্ন ভাসে।
চাঁদ আর তারা খিলখিলিয়ে হাসে।

এই, ঘুমাবেনা বুঝি?
খুব খারাপ আছে মন?
– না আদুরী, ভালোই আছি।
দেখছি মায়াময়ী এই ভুবন।

যেজন অন্তরে গেড়ে থাকে লাগে অচেনা।
জগতে মায়া যত তারো বেশি ছলনা।

এভাবে আঁধার ফুরোয়, সকাল সন্ধ্যা নামে।
কত কল্পনার চিঠি জমা হয় বেনামি খামে।
অজানা স্বপ্নের কেউ আর রাখে না খবর
অভিশাপে সব মায়া প্রেমের রচিছে কবর।


Related posts

রুস্তম আলী’র আলোচিত কবিতা ”প্রশ্ন ”

deshbangla71news.com

আরমান হোসেন আফ্রিদি’র “বাংলাদেশ” কবিতা

নিজস্ব প্রতিবেদক

সাইফুল করিমের “বন্ধু” কবিতা

নিজস্ব প্রতিবেদক