deshbangla71news.com
  • Home
  • অপরাধ
  • অবশেষে আটক ঘাতক কার্গো জাহাজটি
অপরাধ

অবশেষে আটক ঘাতক কার্গো জাহাজটি


মুহাম্মদ আবু আদিলঃ গত রবিবার সন্ধ্যার দিকে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় কার্গোর ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ধাক্কা দেওয়া কার্গোটির নাম এসকেএল-৩। লঞ্চটিকে ধাক্কা দেওয়ার সাথে সাথেই কার্গোটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর বদলে ফেলা হয় কার্গোর রং।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় নোঙর করা অবস্থায় ওই কার্গো জাহাজটি আটক করে কোস্টগার্ড। এ সময় কার্গোর চালকসহ ১৪ জনকে আটক করা হয়।কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম বলেন, যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেওয়ার পর দ্রুত কার্গো জাহাজটি মুন্সিগঞ্জের গজারিয়ায় চলে যায়। দুর্ঘটনার কিছুক্ষণ পর ঝড় শুরু হয়। কিন্তু ঝড়ের মধ্যেও কার্গোটি থামেনি। দ্রুত গতিতে কার্গোটি পালাতে থাকে। এরপর আটক ঠেকাতে কার্গোটির রং দ্রুততম সময়ের মধ্যে বদলে ফেলা হয়। বদলে ফেলা কার্গোটি গজারিয়ার কোস্টগার্ড স্টেশনের কাছাকাছি নোঙর করে রাখা হয়। সেখান থেকে কার্গো জাহাজ এসকেএল-৩ আটক করা হয়।


Related posts

মান্না ফাউন্ডেশন এর সদস্য সংগ্রহের নামে প্রতারণা

Kazi MD Sazzad Hasan

মিথ্যা অপবাদে নির্বোধ কৃষক

Kazi MD Sazzad Hasan

চট্টগ্রামে ৩ দিনে চাঁদাবাজির ২ গ্রুপ আটক

নিজস্ব প্রতিবেদক