ওমর ফারুক মিহানঃ ১৬ দিন ধরে আইসিউতে আছে দেশ বরেণ্য চিত্র নায়ক ফারুখ।সেখানে অচেতন অবস্থায় আছেন তিনি।তার ছেলে জানান “বাবা ১৪ দিন ধরে একটি কথাও বলেন নি”।
সর্বশেষ শারীরিক অবস্থা জানতে কয়েক দিন ধরেই ফারুকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো খবর মিলছিল না। সাধারণত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার শুরুতে শারীরিক খবরাখবর জানাতেন। অবশেষে তাঁদের পরিবারের খোঁজ মিলল। শরৎ জানান, তাঁর বাবা ২১ তারিখ থেকে আবার আইসিইউতে ভর্তি। একদম অচেতন। কোনো কথা বলছেন না। চোখ মেলে তাকাচ্ছেনও না। ভীষণ উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় কাটছে ফারুকের পরিবারে।