deshbangla71news.com
  • Home
  • ফিচার
  • মুনমুন এর অবিশ্বাস্য জয়ের গল্প
ফিচার

মুনমুন এর অবিশ্বাস্য জয়ের গল্প


ওমর ফারুক মিহানঃ শ্রমিকদের কাজ করে সন্তানের লেখাপড়া করান মেডিক্যালে প্রথম স্থান অধিকারী মুনমুনের বাবা।
তার গ্রামের বাড়ি পাবনা শহরের রাধানগর নারায়ণপুর গ্রামে। তার বাবা আবদুল কাইয়ুম স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে চাকরি করেন। তার তিন বোন, কোনো ভাই নেই। বড় বোন ডাক্তার। চুয়াডাঙ্গায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মেঝো বোন পাবনা অ্যাডওয়ার্ড কলেজে রসায়ন বিভাগে অনার্স ফাইনাল ইয়ারে পড়েন।
ছোট বেলা থেকে মুনমুন ছিলেন অত্যন্ত মেধাবী। তৃতীয় থেকে এসএসসি এই সময়কাল পড়াশোনা করেন সরকারী বালিকা বিদ্যালয়ে। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার জানান, সে ছোট থেকেই মেধাবী ছিল। তৃতীয় শ্রেণিতে সে এসএসসি এখানে পড়াশোনা করেন। সব সময় সে ক্লাসের ফার্স্ট হতো। এর পর ভর্তি হন পাবনা এওয়ার্ড কলেজে।

এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন মেধা তালিকায় প্রথম মিশরী মুনমুন। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মোট প্রাপ্ত নাম্বার ২৮৭.২৫।

সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন পাবনার মিশোরী মুনমুন। মিশোরী মুনমুন বলেন,সন্তানকে পড়াশুনা করাতে একজন মা-বাবাকে কত কষ্ট করতে হয় তা আমি হারে হারে টের পেয়েছি।

বাবা-মায়ের কষ্ট ঘোচাতে ও তাদের স্বপ্ন পূরণে মানুষের উপকার হবে এমন কাজে নিজেকে নিযুক্ত করতে চান তিনি।


Related posts

সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে যেসব ফল

deshbangla71news.com

লাউয়ের নতুন জাত উদ্ভাবন

deshbangla71news.com

পরীক্ষামূলক সম্প্রচার

deshbangla71news.com