deshbangla71news.com
  • Home
  • আরো
  • মেধাবী প্রনয় বর্মনের বাড়িতে মেডিকেল কলেজে ভর্তির টাকা নিয়ে ছাত্র অধিকার পরিষদ
আরো

মেধাবী প্রনয় বর্মনের বাড়িতে মেডিকেল কলেজে ভর্তির টাকা নিয়ে ছাত্র অধিকার পরিষদ


রিয়াজুল করিম রিজভীঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ছেলে মেধাবি ছাত্র প্রনয় বর্মন”। মেডিকেল কলেজ পড়ার সুযোগ হলেও আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে ভর্তি হতে পারছেনা অধম্য মেধাবী প্রনয় বর্মন।

প্রথম আলো নিউজ এর এক প্রতিবেদনে দেখা যায় মেডিকেল চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছেনা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মেধাবি ছাত্র প্রনয় বর্মন।আর এই খবর পেয়ে ছাত্র অধিকার পরিষদ তাকে ভর্তি সহায়তা প্রদানের ঘোষণা দিলেন।

আজ শুক্রবার (৯ এপ্রিল) ঘোষণা অনুযায়ী ভর্তির টাকা নিয়ে প্রনয় বর্মণের গ্রামের বাড়িতে “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ” এর নেতাকর্মী।২০০০০ টাকা নগদ প্রদান করেছেন এবং তার শিক্ষাজীবনে সার্বক্ষণিক পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ।

দেশ বাংলা ৭১ নিউজকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরো জানান,আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, আমরা যা বলি সেটা বাস্তবায়ন করি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।


Related posts

ডায়াবেটিস রোগীর মধু খাওয়া নিয়ে কী বলছে গবেষণা?

নিজস্ব প্রতিবেদক

আলোচনায় এবার সোনিয়া আজাদ এর মনসুর সাজ্জাদ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

মানুষ কেন ভোগান্তিতে পড়ে?

নিজস্ব প্রতিবেদক