deshbangla71news.com
কবিতা

সাইফুল করিমের “বন্ধু” কবিতা


সাইফুল করিম
——————————— মন ও মনন প্রাণের স্বজন
দুজন যখন হয়,
সেই অনাবিল মেলবন্ধন
বন্ধুত্ব কয়।

ভাব ও মতের জীবনবোধের
না বলা পংক্তিমালা,

বন্ধুত্বে হয় বিনিময়

ফুরায় মনের জ্বালা।

নাইবা হলো বন্ধু জনের
সকল মতের মিল,
থাকে সেথায় যুক্তি সহন,
শ্রদ্ধা সাবলীল।

বন্ধুতো হয় এমন সুজন-
বইতে পারে ভার,
দুঃসময়ে সারথী অটল,
সুখেও একাকার।

চলার পথে হোঁচট কিংবা
হলে বিপদগামী,
হাত বাড়িয়ে বন্ধু বলে-
“জীবন অনেক দামি”।

বন্ধু দেখায়- আশার আলো,
নতুন সম্ভাবনা,
বুক আগলে যোগায় সাহস,
শর্ত-স্বার্থ বিনা।

বন্ধু হতে পারে যে কেউ,
জনক-জননী-জায়া-
পুত্র-কন্যা-ভগ্নী-ভ্রাতা,
মিশুক-শীতল ছায়া।

সত্যিকারের বন্ধু যে পায়
কপালে চাঁদ তার,
ছড়ায় নিটোল সৌভাগ্যের
জোছনা বারংবার।

বন্ধুরা সব থাকুক সরব,
স্মিগ্ধ -মধুর ছন্দে;
ভাসুক তারা গোলাপ-বেলি-
হাসনাহেনার গন্ধে।


Related posts

সাইফুল করিমের “দিলাওয়ার” কবিতা

নিজস্ব প্রতিবেদক

সামেদ আহমেদ এর “আত্মকথন” কবিতা

নিজস্ব প্রতিবেদক

সাহিত্যে নোবেল প্রাপ্তি, প্রত্যাখান ও প্রত্যাহার বিতর্কের তালিকায় যেসব সাহিত্যিকরা

deshbangla71news.com