deshbangla71news.com
  • Home
  • খেলাধুলা
  • টাইগারদের দাপটেই সম্পন্ন হলো পাল্লাকেলে টেস্টের ১ম দিন
খেলাধুলা

টাইগারদের দাপটেই সম্পন্ন হলো পাল্লাকেলে টেস্টের ১ম দিন


সাকিফুল ইসলামঃ শ্রীলংকা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের ১ম টেস্টে পাল্লাকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল যেখানে টসে জিতে ব্যাট করতে নামে সফরকারী বাংলাদেশ।

দিনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ০ রান করে বিদায় নেন সাইফ হাসান। এরপর নাজমুল হাসান শান্ত এবং তামিম ইকবাল করেন ১৪৪ রানের দারুণ জুটি। দলীয় ১৫২ রানে ফার্নানডোর বলে ক্যাচ আউট হয়ে পেভিলিয়নে ফিরেন তামিম ইকবাল। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তামিম।

বিপরীতে শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং অধিনায়ক মুমিনুল তুলে নেন ক্যারিয়ারের ১৪ তম টেস্ট অর্ধশতক।

১ম দিন শেষে বাংলাদেশের স্কোর
৯০ ওভার
৩০২/২
শান্ত ১২৬*(২৮৮)
তামিম ৯০(১০১)
মুমিনুল ৬৪*(১৫০)

ফার্নানডো ৬১/২


Related posts

ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারাল বরুশিয়া ডর্টমুন্ড

নিজস্ব প্রতিবেদক

সর্বোচ্চ চেষ্টা করে যাবো-রুবেল হোসাইন

নিজস্ব প্রতিবেদক

মুশফিকের কিছু স্পেশাল মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক