deshbangla71news.com
  • Home
  • কবিতা
  • সাইফুল করিমের “দিলাওয়ার” কবিতা
কবিতা

সাইফুল করিমের “দিলাওয়ার” কবিতা


সাইফুল করিম
পাক কোরআনের আলোক রাঙ্গা
উম্মাতে মুহাম্মদ,
আয় গড়বি ইনসাফ-সাম্য-শান্তি;
করবি জুলুম রদ।

তুই হবি এমন সাচ্চা মুসলমান,
পাক্কা যার ঈমান,
রাখবি দূরে শিরক ও বিদআত;
মুখে এক জবান।

সালাত তোরে করবে সহীহ,
রাখবে সালামত,
ছাড়বি আয়েশ,নফসের খায়েশ;
রাখবি সে হিম্মত।

রহমত-নাজাত-মাগফেরাতময়
হবি সাওম শানে,
খোদায়ী বরকত জুড়াবে জীবন
হক্ব জাকাত দানে।

দুনিয়ার যত দ্বীন-ইনসান
খোদারই আমানত,
আমির দিল-এ করবি হররোজ
তারই হেফাজত।

আকিদা-আখলাক-আমল দিয়ে
হলে আসওয়াব,
তোকে দেখে অবাক সকল জাতি
হবে লা জওয়াব।

করবি হাসিল এলেম জবরদস্ত
ছড়াবি যে তার নূর
তামাম জাহান ইনসানিয়াত
হয় যেন মাশরুর।

তোর বিপদ আপদ মুসিবতে
কর রবে তাওয়াক্কুল,
পড় ইস্তেগফার-ফাতেহা-দরূদ;
হ’ তওবাতে মশগুল।

তুই করবি ধারণ দ্বীন ইসলাম
অন্তর ও বাহির,
ছাড়বি গিবত-কাজিব-কিবর ;
বল নারায়ে তাকবীর।

কলবে যখন তাকওয়া-আদল
পুষবি তুই আকসার,
নশ্বর জীবন ফুরালে হবি
জান্নাতি দিলাওয়ার।


Related posts

সাইফুল করিমের “বন্ধু” কবিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকৃতি প্রেমীদের কাছে টানছে কাশফুল

deshbangla71news.com

মল্লিক মাহমুদের সাড়া জাগানো কবিতা “সালামের বিনিময়”

deshbangla71news.com